রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের ‘এআইএস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভিপি হিসেবে ১৩তম ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের শিক্ষার্থী আহমদুল হক আলবীর নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টা-দুপুর ১টা পর্যন্ত এআইএস বিভাগের ৪০২ নং রুমে ভোট গ্রহণ চলে এবং সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক শাহিনুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য সদস্যদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে ১৬তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলাম রবু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ১৬তম ব্যাচের শিক্ষার্থী সিয়াম হাসান রাফি নির্বাচিত হয়েছেন এবং কার্যকারী সদস্য হিসেবে প্রতি ব্যাচ থেকে ৪জন করে শিক্ষার্থী অন্তর্ভুক্ত করা হবে।
নবনির্বাচিত সহসভাপতি মিজানুর রহমান বলেন, “আমাকে নির্বাচনে বিজয়ী করায় বিভাগের শিক্ষকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব যথাযথ পালন করার সর্বোচ্চ চেষ্টা করব এবং সকলের সঙ্গে মিলেমিশে কাজ করে বিভাগকে এগিয়ে নিতে চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমদুল হক আলবীর বলেন, “আমাকে নির্বাচিত করায় বিভাগের সকলকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞ।আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতায় আমরা ক্লাবকে এগিয়ে নিতে চাই। ক্লাবের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এবং ক্লাবকে আরো সমৃদ্ধ করতে বিভাগের সবার সহযোগিতা কামনা করছি।”
কেকে/এজে