চুয়াডাঙ্গার জীবননগরে ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে জীবননগর পৌর শহরের বাঁকামোড় এলাকায় শহিদুল ট্রেডার্সে অভিযান চালিয়ে ৬৫০ কেজি ভেজাল দস্তা সার জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম এবং জীবননগর থানা পুলিশের একটি দল।
জানা গেছে, জীবননগর কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন সম্প্রতি সময়ে উপজেলাজুড়ে ভেজাল সার ও কীটনাশক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাঁকা মোড়ে অবস্থিত শহিদুল ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৬৫০ কেজি নিম্নমানের দস্তা সার উদ্ধার করা হয়। নিম্নমানের দস্তা সার বিক্রির অপরাধে শহিদুল ট্রেডার্সের মালিক শহিদুল হককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নিম্নমানের দস্তা সার জনসম্মুখে বিনষ্ট করা হয়।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আমরা ইতোমধ্যে জীবননগর উপজেলায় ভেজাল সার বিক্রির অপরাধে বিভিন্ন সার জব্দসহ ব্যবসায়ীদের নিকট থেকে জরিমানা আদায় করতে সক্ষম হয়েছি। এছাড়াও কৃষকদের সাথে এবং কৃষকরা যাতে ভেজাল সার ব্যবহারের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, কৃষকেরা অর্থনীতির মেরুদণ্ড। বর্তমানে কৃষকদের মধ্যে সারের চাহিদা বেশি। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে ভেজাল সার ও কীটনাশকস বিক্রি করছেন। কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষকেরা যেন প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয় এজন্য জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ আরআই