বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫,
৩১ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: চাকসু নির্বাচনে একাধিক প্যানেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ       নারায়ণগঞ্জে অনেক বড় গডফাদার ছিল : আসিফ নজরুল      চাকসু নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে : সিইসি      পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি অবিচল অঙ্গীকার : মহাপরিচালক      বিকাশ-নগদ-রকেটের মধ্যে টাকা লেনদেনের খরচ কত হবে      বুধবারের উল্লেখযোগ্য সংবাদ      দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, পুরুষদের সমান ভাতা পাবেন নারীরা      
দেশজুড়ে
ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নীরব প্রশাসন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাদেক-এর বিরুদ্ধে ভূমি উন্নয়ন কর আদায়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সংবাদকর্মীদের ওপর হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। অভিযোগের পরও উপজেলা প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

ভুক্তভোগী মুজিবর রহমান গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, তাঁর খতিয়ান নং ৯৬৫ ও সংশ্লিষ্ট হোল্ডিং-এর ভূমি উন্নয়ন কর প্রথমে অনলাইনে ১০ টাকা দেখানো হয়। পরে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা অনুমোদনের পর কর বেড়ে দাঁড়ায় ২৬৭ টাকা এবং কিছুক্ষণ পর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে দাঁড়ায় ৪,০৪৬ টাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কল রেকর্ড ভাইরাল হওয়ায় করের অঙ্ক আবার ১০ টাকায় কমিয়ে আনা হয়। মুজিবর রহমান অভিযোগ করেছেন, এটি শুধু হয়রানি নয় বরং অতিরিক্ত অর্থ আদায়ের পরিকল্পিত কৌশল।

অভিযোগে আরও বলা হয়েছে, সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাদেক সংবাদকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল ও বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। কল রেকর্ড ভাইরাল হওয়ার পর স্থানীয় সংবাদকর্মী মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সংবাদকর্মীরা বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে এমন আচরণ অগ্রহণযোগ্য। সংবাদকর্মীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না করলে জনগণের জানার অধিকারও বিপন্ন হয়।

মুজিবর রহমান অভিযোগের পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগকারী ও স্থানীয়রা একাধিকবার উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা বলছেন, প্রশাসনের এই নীরবতা দুর্নীতিবাজ কর্মকর্তাদের আরও দাপট বৃদ্ধি করছে। অভিযোগ দায়েরের পরও কোন পদক্ষেপ না নেওয়ায় হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ এবং সরকারি ডিজিটাল সেবার প্রতি মানুষের আস্থা কমছে।

অন্যদিকে, কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগের সমর্থন জানিয়ে বলেন, সরকার ডিজিটাল সেবা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চায় কিন্তু যেসব কর্মকর্তা নিজের ক্ষমতা খর্বভাবে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছেন, প্রশাসনের নীরবতা তা অনুমোদন করছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ সরকারি সেবা গ্রহণে ভয় পাবে।

স্থানীয়রা দাবি করেছেন, যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয় তবে শুধু অভিযোগকারী মুজিবর রহমান নয়, অন্যান্যরাও একই ধরনের হয়রানির শিকার হবেন।

ভুক্তভোগী ও সংবাদকর্মীরা দ্রুত অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাদেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভূমি কর প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয়রা বলছেন, লিখিত অভিযোগ, সামাজিক চাপ ও কল রেকর্ড ভাইরাল হওয়ার পরও প্রশাসন নীরব থাকলে এটি অন্য কর্মকর্তাদের জন্যও ভুল বার্তা হয়ে দাঁড়াবে।

এ ঘটনা শুধু এক ব্যক্তি বা খতিয়ান নিয়ে নয়, পুরো ইউনিয়নের সেবা গ্রহণের স্বাধীনতা ও প্রশাসনিক জবাবদিহিতার ওপর প্রশ্ন তুলেছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  ভূমি কর্মকর্তা   অভিযোগ   প্রশাসন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চাকসু নির্বাচন : চারুকলার হোস্টেলের ফল ঘোষণা—ছাত্রদল এগিয়ে
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৩২ জন
বেরোবির এআইএস ক্লাবের নেতৃত্বে মিজান-আলবীর
ভেজাল ও নিম্নমানের সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া, কাজ বন্ধের নির্দেশ ইউএনওর

সর্বাধিক পঠিত

ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ববি হাজ্জাজের আত্মপ্রকাশ
হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের শিক্ষার্থী
রিপন মিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল এলাকাবাসী
ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নীরব প্রশাসন
প্রান্তিক কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close