আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, নারায়ণগঞ্জকে নির্যাতনের প্রতীক হিসেবে জানতাম আমরা। এখানে অনেক বড় গডফাদার ছিলো, সাতখুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে ডিজিটাল পদ্ধতিতে ই-বেইলবন্ড দাখিল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির যায়গা হিসেবে দেখতে চাই। সেটারই একটা প্রতীকি প্রকাশ হিসেবে নারায়ণগঞ্জ থেকে অনলাইন বন্ড বেইল প্রক্রিয়াটি শুরু করলাম পাইলট প্রজেক্ট হিসেবে। এই পদ্ধতিটি কোন আইসোলেটেড পদক্ষেপ হিসেবে চালু করা হয় নাই। আইন ও বিচার বিভাগ থেকে যে সংস্কারগুলো এনেছি তার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো। বিচার প্রার্থীদের ভোগান্তি হ্রাস করা, খরচের সাশ্রয় করা। ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা এজন্য অনেকগুলো কাজ করেছি।
আসিফ নজরুল আরও বলেন, নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না। সংস্কার শেষ হয়নি, সরকার যতদিন থাকবে সংস্কার চলমান থাকবে।
আইন উপদেষ্টা বলেন, প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হলেও পর্যায়ক্রমে সারাদেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, কারামহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগ সচিব লিয়াকত আলী মোল্লা, আপীল বিভাগ রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হাইকোর্ট বিভাগ স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আনোয়ার প্রধান প্রমুখ।
কেকে/ আরআই