২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কৃষি অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নবাগত সহকারী কমিশনার ভূমি মজিবুর রহমান।
এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ সহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ।
আলোচনা শেষে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক- কৃষাণীর মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়।
কেকে/ আরআই