কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চ বিদ্যালয় থেকে আ. কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ইট উঠে গেছে, কোথাও কোথাও সড়ক ধসে পড়েছে। বর্ষার পানি জমে কাদা ও ঝোপঝাড়ে ভরে গেছে পুরো পথ। এতে প্রতিদিন সীমাহীন ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
জানা যায়, এই সড়কটি দিয়ে জয়নগর, দরিকান্দি, সেননগর, দক্ষিণকান্দি, আলিপুর ও হিজলতলিসহ অন্তত ছয় গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বিশেষ করে মহেশখোলা উচ্চ বিদ্যালয় ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাত্র কয়েক বছর আগেই এলজিএসপি-৩ এর অর্থায়নে ২০২০–২০২১ অর্থবছর ৩ লাখ ১২ হাজার ৩৯ টাকায় রাস্তার কাজটি সম্পন্ন হয়। কিন্তু নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যায়। বর্তমানে রাস্তাটি সংস্কারের অভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার আতিক হাসান বলেন, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থীদের কাদা পেরিয়ে স্কুলে যেতে হয়। আগে মোটরসাইকেল কষ্ট করে হলেও চলাচল করা যেত, কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, ডিসি স্যার ও মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমি বক্তব্য দিতে পারব না। তবে রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ আরআই