রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এম নজরুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, সুদীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাকসু নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও দায়িত্ববোধ গঠনের এক অসাধারণ সুযোগ এনে দিচ্ছে। নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান তিনি। কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এজন্য প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজার পুলিশ সদস্য, ছয় প্লাটুন বিজিবি ও বারো প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণের প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯ শত ১ জন, মোট প্রার্থী ৮৬০ জন। কেন্দ্র ১৭টি, ৯টি একাডেমিক ভবনে স্থাপিত। রাকসু প্রার্থী ২৩টি পদে ৩০৫ জন, সিনেটে ৫টি পদে প্রার্থী ৫৮ জন, হল সংসদে প্রার্থী ২৫৫টি পদে ৫৫৫ জন। নারী ভোটার ৩৯.১ শতাংশ এবং পুরুষ ভোটার ৬০.৯ শতাংশ। ২৮ হাজার ৯ শত ১ জন ভোটারের জন্য সমানসংখ্যক ব্যালট পেপার ছাপানো হয়েছে।
এদিকে ভোটগ্রহণ পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তারা। মোট ২১২ জন শিক্ষক দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার ও বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার। এছাড়া ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের ফলাফল প্রস্তুতের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রত্যাশা, সকল প্রার্থী, সমর্থক ও ভোটাররা নির্বাচনের নিয়ম মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন।
কেকে/ আরআই