প্রায় ৩ ঘণ্টা পর ‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়ে শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষকরা।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৫টার আগে আগে তারা শাহবাগ ছেড়ে যান। এ সময় দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
জানা যায়, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে বুধবার দুপুর ২টার দিকে শাহবাগ ব্লকেড করেন এমপিওভুক্ত শিক্ষকরা।
এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘শিক্ষকদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দাবি থেকে একচুলও নড়ব না। চিকিৎসা ভাতা এক হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে।’
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
কেকে/এজে