দিনে গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকেই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের বার্তা। রাতভর টিপটিপ করে শিশির পড়ে। খোলা মাঠের দূর্বা ঘাসের ওপর চিকচিক করা শিশির ফোঁটা। ভোরে ফসলের মাঠ, সবজি ক্ষেত ভরে যায় ভোরের শিশিরে।
গত কয়েক দিনে ভোর রাতে হালকা শীত অনুভূত হচ্ছে ফরিদপুরের এই অঞ্চলে । দৃশ্যমান হচ্ছে ঘন কুয়াশা। যারা ভোরে ঘুম থেকে ওঠেন তারা দেখতে পাচ্ছে কুয়াশাচ্ছন্ন চারপাশ।
শনিবার (১১ অক্টোবর) ভোরে বিভিন্ন ফসিল জমিতে গিয়ে দেখা যায়, সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক। দূর থেকে দেখলে মনে হয় প্রতিটি ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে। আর শীতের এই আবহাওয়া অনুভব করতে সড়কে হাটা চলা করছেন অনেকই। কুয়াশায় চাদরে ঢেকে আছে রাস্তা-ঘাট। সড়কে অনেক যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। এসবই জানান দিচ্ছে প্রকৃতিতে এসেছে শীত।
স্থানীয়রা কয়েকজন সকালে হাঠতে আসলে তাদের সাথে কথা বললে তারা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এ বছর আগাম শীত অনুভব হচ্ছে। দিনের বেলা কিছুটা গরম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথেই কুয়াশা পড়তে শুরু করে। রাত যত গভীর হয় কুয়াশা তত বাড়ে হালকা বৃষ্টির মতো টিপটিপ কুয়াশা ঝরতে থাকে। বিশেষ করে মাঠে ঘাসের ডগায় ও ধানের শীষে জমতে দেখা গেছে বিন্দু বিন্দু শিশির।
অর্ক চক্র বর্ত্তী নামে এক স্কুল ছাত্র বলেন, ভোরে কুয়াশা পড়ছে। এখন আর রাতে ফুল স্পিডে ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কম্বল শরীরে দিয়ে ঘুমাতে হচ্ছে ।
স্কুল শিক্ষক শিহাব বলেন, দিনের বেলায় অনেক গরম থাকে। কিন্তু রাতে বৃষ্টির ফোটার মতো কুয়াশা পড়ছে। এবং ভোরে হালকা শীত অনুভব হয়। এবারে শীতে মনে হচ্ছে তারাতাড়ি আসবে।
কেকে/ এমএস