রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      মঙ্গলবার থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা      নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা      অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল      ইতালির পথে প্রধান উপদেষ্টা      যুদ্ধবিরতির পর গাজায় একদিনে ফিরেছেন ৫ লাখ ফিলিস্তিনি      
রাজনীতি
মির্জা ফখরুল
গণতন্ত্রে ফেরার একমাত্র পথ অবাধ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:২৫ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেখানে ফেরার একমাত্র পথ হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠার অন্য কোনো বিকল্প পথ নেই বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদতবার্ষিকী উপলক্ষে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা এ সভার আয়োজন করেন।

মির্জা ফখরুল বলেন, “যতই সংস্কার করা হোক বা বুদ্ধিজীবীরা মিলে কৌশল আবিষ্কারের চেষ্টা করুক, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী। তারা বারবার লড়েছে, সংগ্রাম করেছে, এমনকি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেই লড়াইয়ে আমরা বারবার হোঁচট খেয়েছি। তবে যতবার হোঁচট খেয়েছি, ততবারই উঠে দাঁড়িয়েছি এবং আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি।”

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “দানব হাসিনা দেশের সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা—সব জায়গায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।”

এ সময় তিনি বলেন, “কিছু ব্যক্তি বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করছে। অথচ গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।”

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘এনসিপিকে শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে’—এই মন্তব্যেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “ভাই, আমরা তো তোমাদের মার্কায় বাধা দেইনি। কোন দলকে কোন মার্কা দেওয়া হবে, সেটি নির্বাচন কমিশনের বিষয়। ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন? কারণ ধানের শীষ এখন অপ্রতিরোধ্য। সারাদেশে ধানের শীষের স্লোগান উঠেছে।”

ধানের শীষকে আটকে দেওয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “ধানের শীষ জয়ী হলে বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা বাধ্য হয়ে দেশ ছেড়ে পালাবে।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল   গণতন্ত্র   নির্বাচন   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঘুমধুমে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল
লালপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক ধসে ভাঙন আতঙ্ক
মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
ভেড়ামারায় জাপান বাংলাদেশ নিহোঙ্গো সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠান

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
বান্দরবানে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি
নেতা নির্বাচনে ইসলামের নির্দেশনা
সমতা আইনেই, বাস্তবে নয়
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close