‘আপনার চোখকে ভালোবাসুন’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশা উপজেলায় নানা আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচি ও ভিশন স্প্রিং এর আয়োজনে উপজেলা ব্র্যাক অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, চোখের যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোই এই দিবসের মূল উদ্দেশ্য। নিয়মিত চোখ পরীক্ষা ও দৃষ্টিশক্তি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক প্রণব কুমার রায়, ব্র্যাকের এরিয়া ম্যানেজার মো. মজিবর রহমান, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি এরিয়া ম্যানেজার মো. ফয়সাল শেখ, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরাইয়া আক্তার এবং মাজেদ মোল্লা চক্ষু হাসপাতালের ডিএমএফএন অপটোমেট্রিস্ট সেলিম রেজা।
এছাড়া ব্র্যাকের স্বাস্থ্যসেবিকা, স্বাস্থ্যকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
পরে পাংশা এরিয়া অফিসে এক চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
কেকে/ আরআই