সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ মাছ ধরার দায়ে ১৭ জন জেলেকে আটকের পর ১৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকের ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একজন অপ্রাপ্ত বয়স্ক থাকায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত রাজবাড়ী সদরের কালীতলা ঘাট থেকে কালুখালীর মোহনা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে এই ১৭ জন জেলেকে আটক এবং ৫০০০ মিটার জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আটককৃত ১৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন। একই সাথে একজন অপ্রাপ্ত বয়স্ক থাকায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পরে প্রকাশ্যে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলোকে স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
কেকে/বি