মোংলায় বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে কোডেক স্বপ্নযাত্রা প্রকল্প কর্তৃক মোংলা উপজেলার টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেয়ে শিশুদের প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়।
মুলত মেয়ে শিশুদের যে সকল স্থানে সমানভাবে অংশগ্রণের অধিকার আছে তা প্রচার করার জন্য এই খেলার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন স্বপ্নযাত্রা প্রকল্পের সমন্বয়কারি জনাব সৈয়দ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আক্তার সুমী
এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ স্কাউটস, বাগেরহাট জেলা সম্পাদক সেখ সাকির হোসেন, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য শেখ শামীম হাসান, সুশীল সমাজের প্রতিনিথিবৃন্দ, সিনিয়র টেকনিক্যাল অফিসার জনাব মো. রাফি আহমেদ, অভিভাবকগন, প্রকল্পের শিশু ও অন্যান্য কর্মকর্তাগন।
কেকে/বি