শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান হৃদয়।
এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের শরীয়তপুর জেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়ের মুঠোফোনে ফোন করে এ হুমকি দেন বিএনপি নেতা।
এ সময় তাকে বলা হয়, ‘নড়িয়াতে কোনো মামলা হলে আপনি প্রস্তুত থাইকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন। দেখব আপনাকে কে বাঁচায়?’
হুমকিদাতা এ নেতার নাম মতিউর রহমান সাগর। তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আশিকুর রহমান হৃদয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের শরীয়তপুর জেলা প্রতিনিধি। তিনি গত ৭ অক্টোবর বার্তা বাজার পত্রিকায় ‘চাউল বিতরণে অনিয়ম বিএনপি নেতার রোষানলে ইউএনও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদে বিএনপি নেতা সাগর ও সাগর ট্রেড ইন্টারন্যাশনালের সরকারি চাউল বিতরণের অনিয়মের খবর প্রকাশ পায়। এর জের ধরে গত ৭ অক্টোবর রাত সাড়ে ১১ টায় একটি মোবাইল নম্বর থেকে আশিকুর রহমান হৃদয়কে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি ধামকি প্রদান করেন।
এছাড়াও বিবাদী মতিউর রহমান সাগর হৃদয়কে বিভিন্ন রাজনৈতিক মামলায় জড়ানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) আমার বিরুদ্ধে নানারকম মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার হুমকি প্রদান করেন। খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণে অনিয়ম করায় ডিলারশিপ বাতিল হওয়া মতিউর রহমান সাগরের হুমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক আশিকুর রহমান হৃদয়। এমন ঘটনার পর জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের পরামর্শে বিষয়টি নিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী আশিকুর রহমান হৃদয়।
ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান হৃদয় বলেন, মতিউর রহমান সাগরের প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করেছে সংশ্লিষ্ট প্রশাসন । বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি থানায় জিডি করেছি। এখন দেখা যাক পুলিশ প্রশাসন কি উদ্যোগ নেয়। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চাই।
বিষয়টি নিয়ে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, আমি সাংবাদিক হিসেবে কাউকে কোনো হুমকি দিইনি। আশিকুর রহমান হৃদয় যাত্রাবাড়ী ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।। তাই তাঁকে ফোন করে এইগুলা বন্ধ করার জন্য বলেছি। তিনি কল রেকর্ড সম্পর্কে বলেন, এখন ডিজিটাল যুগ অনেক কিছুই ইডিট করা যায়।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, হুমকির বিষয়ে জিডি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস