যশোরের সদর উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সাতমাইল ও ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহত শিশুদের মধ্যে দুজন খালাতো ভাই এবং অন্যজন অন্য একটি পরিবারের সদস্য।
নিহতরা হলেন- উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান, হৈবতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন হোসেন ও একই ইউনিয়নের সাত মাইল বাজার এলাকার হোসেন আলীর ছেলে মুজাহিদ।
পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত শিশু তাওহিদ হাসান পাশের গ্রাম ইসলামপুরে নানা বাড়িতে বেড়াতে যায়। সেখানে মঙ্গলবার সকালে অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে মারা যায় সে।
অপরদিকে নিহত শিশু আপন হোসেন ও মুজাহিদ হোসেন আপন খালাতো ভাই। তারা একই এলাকার লাউখালী গ্রামে মানিকের ছেলের আকিকার দাওয়াতে নানা আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে লাউখালী বাওড়ে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করে মরদেহ দুইটি মর্গে পাঠান।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পৃথক ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট স্থানান্তর করা হবে।
কেকে/ আরআই