মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকার একটি ভাড়া বাসা থেকে সামায়েল হাসদা নামে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছ পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ৩ টার দিকে প্রফেসর হাউজিং এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সামায়েল মানিকগঞ্জের গোড়াগাড়ী উপজেলার চানলাই গ্রামের সরকার হাসদার ছেলে। তিনি স্থানীয় উন্নয়ন সংগঠন বারসিক নামে একটি এনজিওর সহযোগী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বারসিকের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পূজার ছুটি শেষে সোমবার রাতে সামায়েল বাসায় ফিরে আসেন। মঙ্গলবার সকালে অফিসে না যাওয়ায় সহকর্মীরা তার খোঁজ নিতে যান। এ সময় দরজা বন্ধ অবস্থায় ছিল। পরে অনেক ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামায়েল স্ট্রোকে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কেকে/ আরআই