পাবনার ভাঙ্গুড়ায় প্রবাসী স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফেরার পথে এক লাখ দশ হাজার টাকা খোয়ালেন এক গৃহবধূ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজার অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অগ্রণী ব্যাংক ভাঙ্গুড়া শাখা থেকে এক লাখ ২৯ হাজার টাকা তোলেন উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী রেখা খাতুন (৩৫)। এরপর তিনি ব্যাংকের ভিতরেই টাকাগুলো তার ভ্যানেটি ব্যাগে রাখেন।
এসময় ব্যাংকের ভিতরে চেয়ারে বসে থাকা তিনজন বোরকা পরা নারী রেখা খাতুনকে টাকা রাখতে দেখেন। সকাল ১১টার দিকে ব্যাংক থেকে বের হন। এ সময় তার পিছু নেন বোরকা পরা ওই নারীরা। ব্যাংকের সামনে একটি কাপড়ের দোকানে কাপড় দেখছিলেন রেখা খাতুন। এসময় বোরকা পরা ওই নারীরা তাকে ঘিরে ধরে।
এক পর্যায় রেখা খাতুনের ভ্যানেটি ব্যাগ থেকে এক লাখ ১০ হাজার টাকার দুটি বান্ডিল নিয়ে সটকে পড়েন তারা।
ভুক্তভোগী রেখা খাতুন বলেন, “আমার স্বামী মালয়েশিয়া যাওয়ার জন্য মেজ ভাসুরের থেকে এক লাখ ২০ হাজার টাকা ধার নেয়। বেতন পেয়ে কিছু টাকা তার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে ভাসুরকে দেওয়ার জন্য ব্যাংকে পাঠায়। আজ টাকা তুলতে গিয়ে এ ঘটনা ঘটে।”
অগ্রণী ব্যাংক ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক কে.এম বারিউল হক বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। তবে ভুক্তভোগী ওই নারীকে থানায় অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।”
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দেয়নি।
কেকে/এজে