ক্রীড়াঙ্গনের সাবেক তারকা খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বিসিবির সাবেক পরিচালক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নুরুল কবীর শাহিন মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টায় ঈশ্বরগঞ্জের স্থানীয় খেলার মাঠে উপস্থিত হয়ে ঈশ্বরগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমিকে ৩টি এবং স্থানীয় Group Of LTS দলকে আরও ৩টি বল প্রদান করেন।
এ সময় তিনি খেলোয়াড়দের খেলাধুলায় আরও মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি একাডেমির উন্নয়ন, নিয়মিত অনুশীলন ও নারী খেলোয়াড়দের অগ্রযাত্রা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, ঈশ্বরগঞ্জ খেলাধুলায় ভালো করছে আমাদের উচিত খেলোয়াড়দের পাশে থাকা। যুব সমাজকে ভালো পথে রাখতে, খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি, খেলাধুলাতেও নিয়ে আসতে হবে।
খেলোয়াড়রা তার এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শাহিন ভাইয়ের এমন প্রেরণাদায়ক উপস্থিতি আমাদের খেলাধুলার প্রতি অনুপ্রেরণা জুগিয়েছে।”
শাহ্ নুরুল কবীর শাহিন দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জে ক্রীড়া ও যুব উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। খেলোয়াড়দের পাশে থেকে মাঠে উপস্থিত হয়ে সহযোগিতা করায় স্থানীয় ক্রীড়াপ্রেমী মহলে প্রশংসা কুড়িয়েছেন।
কেকে/বি