চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মধ্যম জাহানাবাদ আগার বাড়ির সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে এ কাজের উদ্বোধন করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্ব ও উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুবউদ্দিন শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার।
বিশেষ অতিথি ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের আমীর মোশারফ হোসেন মৃদা, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি খোরশেদ আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ সাহাব উদ্দিন, ভাটিয়ারী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মহিউদ্দিন।
উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা ছোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, রবিউল হোসেন ব্যঙ্গু, সাহাব উদ্দিন, ছাত্রদলের জেলা নেতা মন্জু, জামায়াত নেতা নুর হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাহানাবাদ ইমাম হোসেন মসজিদের সভাপতি মাওলানা জাফর আহমেদ।
কেকে/এমএ