উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই প্রবারণা পূর্ণিমাকে বান্দরবানের মারমা সম্প্রদায় মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ নামে উদযাপন করে আসছে।
ধর্মীয় ও সামাজিক এই উৎসবকে ঘিরে বান্দরবানে বিরাজ করছে আনন্দ-উৎসবের আমেজ। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। প্রতি বছর এ দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মীয় আনুষ্ঠানিকতায় পালন করে থাকেন।
উৎসব উপলক্ষে সকাল থেকেই বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে জাতীয় পতাকা, ধর্মীয় পতাকা ও ধজা উত্তোলন, ধর্মীয় দেশনা, ভিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান, ফুল পূজা এবং উপাসক-উপাসিকাদের অষ্টশীল গ্রহণের আয়োজন। বিহারে বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী ও পুরুষেরা উপস্থিত হয়ে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নিচ্ছেন। সুখ-শান্তি ও পারিবারিক সুস্থতার জন্য চলছে ধর্মীয় আরাধনা। দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকারা মোমবাতি ও ধূপকাঠি প্রজ্বালন করে এবং বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং (বিভিন্ন ধরনের খাবার) প্রদান করে উৎসব উদযাপন করছেন।
এ উপলক্ষে উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের, রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ: কেতু মহাথের এবং আবাসিক ভিক্ষু ভদন্ত নন্দশ্রী ভিক্ষু বিহারে পঞ্চশীল, অষ্টশীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন।
সন্ধ্যায় পুরাতন রাজবাড়ী থেকে রথ টেনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রথ নিয়ে যাওয়া হবে রাজগুরু বৌদ্ধ বিহার ও উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারে। রাতে আকাশে ফানুস বাতি উড়ানো, ঘরে ঘরে পিঠা উৎসবসহ নানা আয়োজন চলবে।
আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পাড়া প্রদক্ষিণ ও সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই প্রবারণা পূর্ণিমার উৎসব।
কেকে/ আরআই