প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে শরীয়তপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায় না হলে পদ্মাসেতু বন্ধ করার হুঁসিয়ারি।
সামাজিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’-এর ব্যানারে দাবি আদায়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (৫ অক্টোবর) বিকালে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ আব্দুর রব হাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি এসএম আহসান হাবীব, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ডা. শাহ জালাল সাজু, খেলাফত মজলিসের জেলা সভাপতি সাব্বির আহমেদ উসমানী, ‘জাগো শরীয়তপুর’-এর আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জেলা শিবির সভাপতি শাখাওয়াত কাওছার, খেলাফত যুব মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী মুয়াজ, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি জীবন আহমদ নান্টু এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
বক্তারা বলেন, “ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে শরীয়তপুর জেলার সঙ্গে ফরিদপুরের কোনো বাস্তবসম্মত যোগসূত্র নেই। অপরদিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চায়। প্রশাসনিক সুবিধা, উন্নয়ন ও নাগরিক সেবা সবদিক বিবেচনায় শরীয়তপুরের জন্য ঢাকাই উপযুক্ত বিভাগ।”
বক্তারা আরও সতর্ক করে বলেন, “শরীয়তপুরবাসীর দাবি উপেক্ষা করে যদি জেলাটিকে জোরপূর্বক ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, তবে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। প্রয়োজনে পদ্মাসেতু বন্ধ করে দেওয়া হবে।
গণসমাবেশে শরীয়তপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/বি