বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      
খোলাকাগজ স্পেশাল
বিতর্কিত বিসিবি নির্বাচন আজ
তারেক আজিজ
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বহুল আলোচিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয় নানা নাটকীয়তা আর বিতর্ক। অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, বৈষম্যমূলক আচরণ ও ক্ষমতার অপব্যবহারসহ নানা কারণে সমালোচনার জন্ম দিয়েছে এ নির্বাচন।

মূলত বিতর্কটা শুরু হয়েছিল তৃতীয় বিভাগ বাছাইপর্ব পেরিয়ে আসা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্টের রায়ে স্থগিত হওয়ার পর। তবে গতকালই হাইকোর্টের সেই রুলের ওপর স্থগিতাদেশ এসেছে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত থেকে। যার ফলে সেই ১৫ ক্লাব ভোটাধিকার ফেরত পেয়েছে। ভোটাধিকার হারানো সেই ১৫ ক্লাবের একটি ছিল নাখালপাড়া ক্রিকেটার্স। ক্লাবটির প্রতিনিধি ছিলেন বিসিবির বর্তমান কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া। তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন। তার আপিলের পরিপ্রেক্ষিতেই এ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 

গত ৩০ সেপ্টেম্বর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে অভিযোগ করেন, ১৫টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতাই রাখে না। তিনি সেখানে রিট দায়ের করেন। হাইকোর্ট তার রিট আমলে নেয়, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ আসে তাতে। তবে এবার চেম্বার জজ আদালত হাইকোর্টের সেই নির্দেশনা বাতিল করে দিয়েছে। যার ফলে নির্বাচনে অংশ নিতে পারবে সেই ১৫ ক্লাব।

এ ১৫টি ক্লাবের কাউন্সিলরদের মধ্যে স্রেফ ইফতেখার রহমান মিঠু পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন। তবে হাইকোর্টের রুল জারি হওয়ার পরই তার নাম চূড়ান্ত প্রার্থীদের তালিকা থেকে বাদ পড়ে যায়। তবে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের নতুন এ রায়ের পর ইফতেখার তার প্রার্থিতা ফিরে পাবেন কি না, তা নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

তাদের দাবি, এ বিষয়গুলোর সুষ্ঠু সমাধান ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ক্লাব সংগঠক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কয়েক দফা বৈঠক হলেও ফলপ্রসূ হয়নি। তাই ২৯ সেপ্টেম্বর ক্লাব সংগঠকরা নির্বাচনে হস্তক্ষেপের প্রতিবাদে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। মনোনয়ন প্রত্যাহার করাদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তামিম এখন নির্বাচন নিয়ে আলোচনায় না থাকলেও সরে দাঁড়ানো বাকি কাউন্সিলররা নির্বাচন পিছিয়ে সবাইকে নিয়ে আবারো আয়োজনের আহ্বান জানাচ্ছেন।

এদিকে নির্বাচন পেছাতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারসের পক্ষে ড. ইউনূসের কাছে পাঠানো স্মারকলিপিটি বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত। তাদের দাবি, নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের কেউ কেউ হস্তক্ষেপ করছে। দাবিকৃত সেই কেউটা যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তা কারো অজানা নয়। এই প্রসঙ্গটা ভিন্নভাবে গতকাল উঠেছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সামনে।

মিরপুরে বিসিবি নির্বাচন ইস্যুতে কথা বলার সময় সাংবাদিকদের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে বুলবুল বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে সব সময় সহযোগিতা করেছেন। আমি তাকে কয়েকটা ব্যাপারে ধন্যবাদ দিতে চাই। তিনি মন্ত্রী পদমর্যাদার মানুষ। রাত-বিরাতে বিভিন্ন জায়গায় গিয়েছেন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়। আর আমার কাছে ইনফ্লুয়েন্স কিছুই মনে হয়নি।’

ফারুক আহমেদ বিসিবির সভাপতির পদ থেকে অপসারিত হলে বুলবুল স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন। নির্বাচনের মাধ্যমে সেই দায়িত্বের ভার হয়তো আরো দীর্ঘায়িত হচ্ছে তার। বুলবুলের মাথায় বাংলাদেশের ক্রিকেট। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে (কাজ করা) যাওয়া উচিত। আমাকে যারা ভোট দিবেন বা দিবেন না, যারা মনে করেন আমি যথেষ্ট ভালো নই, আমি চলে যেতে আগ্রহী যে কোনো সময়। একইভাবে আমার একটাই লক্ষ্য- বাংলাদেশ ক্রিকেট।’

এদিকে গতকাল প্রার্থিতা প্রত্যাহার করেছেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন রেদুয়ান। পুরো বিষয়কে তিনি অভিহিত করেছেন এভাবে, ‘সুকৌশলে এমন কাজ করছে, যা রাতের ভোটকেও (নির্বাচন) হার মানিয়েছে।’

রেদুয়ান ছাড়াও ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে প্রার্থিতা করছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। তিনি সরে দাঁড়ানোয় কার্যত পরিচালক পদের দুটি কোটায় নির্বাচিত হয়েছেন বুলবুল-ফাহিম। আজকের নির্বাচনে অবশ্য তিনজনেরই নাম থাকবে। কেবল রেদুয়ানই নন, নির্ধারিত সময়ের পর মনোনয়ন প্রত্যাহার করায় চারজনের নামই নির্বাচনের ব্যালটে থাকছে। নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন রেদুয়ান। 

আওয়ামী লীগের আমলে কথিত ‘রাতের ভোট’কেও এবারের বিসিবি নির্বাচন হারিয়ে দিয়েছে বলে দাবি তার, ‘এরা সুকৌশলে এমন কাজ করছে, যা ব্যালট বাক্সকেও হার মানিয়েছে। রাতের ভোটে তো ওরা ব্যালট বাক্স ভরছে, সেটা আলাদা বিষয়। ফলে ক্রিকেটের স্বার্থে আমার শেষ কথা- এই অবস্থার পরিবর্তন চাই। এসব যেন আর না থাকে, আমরা এমন পরিস্থিতি চাই না। এই নির্বাচন বাতিল করে পুনরায় একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। সেখানে যে-ই নির্বাচিত হবে, তাকেই স্যালুট জানাব।’

প্রসঙ্গত, বিসিবির বহুল আলোচিত পরিচালনা পর্ষদ নির্বাচন আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিসিবি পরিচালনা পর্ষদের ভোট হয় প্রতি চার বছর পরপর। বোর্ডে মোট পরিচালকের সংখ্যা ২৫। তিনটি ক্যাটাগরি থেকে আসেন পরিচালকরা। ক্যাটাগরি-১-এ সাতটি বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন। এই ক্যাটাগরিতে মোট ভোটার ৭১ জন।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা- এই তিনটি বিভাগ থেকে দুজন করে ও রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি-২ থেকে ঢাকা মহানগরের ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্য থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩-এ সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও কয়েকটি সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। সব মিলিয়ে ২৩ জন পরিচালক নির্বাচন করে আসেন। এর বাইরে দুজনকে সরাসরি পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ।

সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে পরিচালক হওয়ার শর্ত আছে। অর্থাৎ নির্বাচিত হয়ে আসা ২৩ ও ক্রীড়া পরিষদের মনোনীত দুজন পরিচালকের মধ্য থেকেই কেউ সভাপতি হবেন। পরিচালকদের ভোটেই নির্বাচিত হবেন সভাপতি।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বিতর্কিত   বিসিবি   নির্বাচন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাবিতে জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন
প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি
কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ
শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close