‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’- এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
উপজেলা পর্যায়ের শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে ঈশ্বরগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়।র্যালিটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল ফারুকের সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ।
সানজিদা রহমান বলেন, ‘একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একজন শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান এবং সমাজকে গড়ে তোলেন জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। তাই তাদের ভূমিকা জাতি গঠনের কারিগর হিসেবে অনন্য ও অপরিসীম। এই দিবসটি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের কাজকে মূল্যায়ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেকে/ এমএ