গাজীপুর জেলার শ্রীপুরে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে আট বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠেছে।
শনিবার (৪ অক্টোবর) রাতে শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের কাশিফুল উলুম মেহেরুন্নেছা হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিক্ষক ইসমাইল হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ভিকটিম ময়মনসিংহ জেলার ইশ্বর গঞ্জের মরিচারচর গ্রামের বকুল মিয়ার পুত্র।
স্থানীয়রা বলেন, ‘আমরা আমাদের সন্তানদের মাদরাসায় পাঠিয়ে নিরাপত্তাহীনতায় থাকি।’
হাফিজি মাদরাসাকে তদারকির আওতায় আনার দাবি জানান তারা।
বকুল মিয়া বলেন, ‘আমার মান সম্মান আর রইল না। আমরা ছেলেকে নিয়া বাড়ি চলে যাব।’
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘বলাৎকারের বিষয়ে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার সর্বস্তরের মানুষ শিক্ষকের এমন কাণ্ডে তীব্র ঘৃনা প্রকাশ করেছে।’
কেকে/ এমএ