স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্দিরগন্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, তারেক রহমান হচ্ছেন এমন একজন নেতা, যিনি জনগণের কথা শোনেন, বোঝেন এবং তাঁদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে কাজ করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে—এই বিশ্বাস আমাদের অটুট।
রোববার (৫ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায় রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা নিয়ে ‘আগামীর অগ্রনায়ক’ শীর্ষক বুকলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘Servant Leadership’-এর এক অনন্য উদাহরণ রেখে গেছেন। জনগণের সেবাই ছিল তাঁর নেতৃত্বের দর্শন। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন।
ইমতিয়াজ বকুল আরও বলেন, আমরা সোনারগাঁয়ে তারেক রহমানের সহযোগী হিসেবে কাজ করতে চাই। জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে ও ভোট দেয়, তবে আমরা আলোকিত, উন্নয়নমুখী ও গণমানুষের সোনারগাঁ গড়ে তুলব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক রবিন, জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল কালাম, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা গাজী জুলহাস, কাজী রোমেল, সাদ্দাম, জামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল আরমান, জেলা ছাত্রদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, আশিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবু ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আদিব, মাহবুব হোসেন লিমান, সনমান্দী ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নয়ন সরকার এবং পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ নাঈম প্রমুখ।
কেকে/ আরআই