গাইবান্ধার সাঘাটা ন্যাশনাল ক্লাবের আয়োজনে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঐতিহ্যবাহী সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও (গাইবান্ধা-৫) সাঘাটা ও ফুলছড়ি আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান সোহাগ। তিনি টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করেন এবং বক্তব্যে ক্রীড়া ও তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, শাহজালাল, ফেরদৌস, শহিদুল ইসলাম বাদল ও হাসান প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ
উদ্বোধনী খেলায় সোনাতলা শালিকা ক্লাব ট্রাইব্রেকারে ৬-৫ গোলে গাইবান্ধা সদর ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে মাঠে উপস্থিত দর্শকদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ করেন কামরুজ্জামান সোহাগ।