লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে আজিজার রহমান নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিটারী এলাকার একটি পুকুরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত আজিজার রহমান ওই এলাকার আছির উদ্দিনের ছেলে।
জানা গেছে, গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করলেও সন্ধান পাওয়া যায়নি আজিজারের। সকালে এলাকাবাসী পুকুরে মরদেহটি ভাসতে দেখে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। পরে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবার সুত্রে জানা যায়, গতকাল থেকে নিখোঁজ ছিল আজিজার রহমান। অনেক খোঁজ খবর নিয়েও পাওয়া যায়নি তাকে। তিনি দীর্ঘদিন যাবত মানষিক ও ভারসাম্যহীন রোগে ভুগছিলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আজিজার রহমান দীর্ঘদিন যাবত ভারসাম্যহীন ছিলেন। ওই পরিবারের কোন দাবি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কেকে/ আরআই