শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম (২৫)। তিনি বৈলতৈল গ্রামের আব্দুর রহমান ছেলে।
পরিবার সূত্র জানান, বিকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যায় ফিরে এসে আমিরুল বমি করতে থাকেন। পরে আশেপাশের লোকজন তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ঘাকপাড়া বাজার এলাকায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, আমিরুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/বি