নাটোরের বাগাতিপাড়ায় মশারির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের দংশনে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে উপজেলার জামনগর ইউনিয়নের পাঁচানীপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে এবং মুন্সিপাড়া কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, বুধবার (১ অক্টোবর) গভীর রাতে দাদির সঙ্গে মশারির ভেতরে ঘুমাচ্ছিল আব্দুল্লাহ। এ সময় একটি বিষাক্ত সাপ মশারির ভেতরে ঢুকে তাকে দংশন করে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন সাপটিকে মেরে একটি পাত্রে ভরে ফেলে এবং শিশুটিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী।
কেকে/বি