নাটোর জেলার বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা এন্ট্রির বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন রুস্তম আলী মিলটন নামের কৃষক।
ভুক্তভোগী রুস্তম আলী বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া গ্রামের বাসিন্দা।
ঘুষের বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রুস্তম আলী।
তিনি মোস্তাফিজুর রহামনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও অভিযোগটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এন্ট্রি করে তদন্তের দাবি জানান।
রুস্তম আলীর অভিযোগ, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) শেষ রাতে তার ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ, এতে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে দুইজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। সন্ধ্যায় থানায় গেলে মামলা এন্ট্রি ও আসামি গ্রেফতারের বিনিময়ে ওসি মোস্তাফিজুর রহমান ১০ হাজার টাকা ঘুষ দাবি চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হয়রানি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে করা এ অভিযোগ ভিত্তিহীন।’
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ওসির বিরুদ্ধে অভিযোগটি পেয়েছি। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ