ফরিদপুরের বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। মসলাজাতীয় এই পণ্যটির দাম সপ্তাহের ব্যবধানে প্রায় ১০০ টাকা বেড়ে ৩০০-৩৫০ টাকায় উঠেছে।
কয়েকদিন আগেও ১ কেজি মরিচের দাম ছিল ১৮০-২০০ টাকা। আর এখন প্রতি কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ১০০-১২০ টাকা করে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে সরবরাহ কমায় কাঁচা মরিচের দাম বেড়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) ফরিদপুর কাঁচা বাজার, বোয়ালমারী কাঁচা বাজার, বোয়ালমারীর ঠাকুর পুর, সালথা কাঁচা বাজার, মধুখালির মরিচ বাজার ঘুরে, তারপর বিক্রেতাদের সঙ্গে কথা বলে কাঁচা মরিচের দামের এ তথ্য জানা গেছে।
এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ১৮০-২০০ টাকা বেড়ে যাওয়ার কারণ হিসেবে কাচা মাল বিক্রেতা রসুল বলেন, ক’দিন ধরে বৃষ্টি হয়েছে। এ কারণে কাঁচা মরিচ আসছে কম। দামও বেশি।
আরেক কাচা মাল বিক্রেতা বলেন, ‘পূজার ছুটির জন্য ভারত থেকে কাঁচা মরিচের সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে দাম বেড়ে গেছে।’
সবজি কিনতে এসে, নুর ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগেও ১৮০-২০০ টাকা কেজিতে মরিচ কিনেছি। আজ ৩৫০ টাকা কেজি দরে কিনতে হলো। এভাবে চলতে থাকলে তো আগামীতে ৪০০-৫০০ টাকা কেজি হয়ে যাবে। দ্রুত কর্তৃপক্ষের কাঁচা বাজার মনিটরিং করার প্রয়োজন।
মধুখালি কাঁচাবাজার আড়তের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির কারণে ক্ষেত থেকে কাঁচামরিচ তুলতে পারছেন না কৃষক। মরিচ কমে গেছে,ফলে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।
কাঁচা মরিচের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।
কেকে/বি