বুয়েট শিক্ষার্থী শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। কবরের পাশে দাঁড়িয়ে নিজেই মোনাজাত করেন। এ সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ায় পৌঁছালে প্রথমে হাজী শরীয়তুল্লাহ একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এরপর রাত ১১টার সময় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবরস্থানে পৌঁছায় ভিপি সাদিক ও কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর।
এসময় সাথে ছিলেন শহিদ আবরান ফাহাদের বাবা বরকত উল্লাহ। সেখানে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ভিপি আবু সাদিক কায়েম। এরপর রাত সাড়ে ১১টার দিকে তারা কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে শহিদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরি ও গ্রন্থাগারে এসে সংক্ষিপ্ত আলোচনা শেষে ঢাকার উদ্দেশে রওনা হন।
এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার, কুষ্টিয়া শহর আমির মাওলানা এনামুল হক, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী আফজাল হোসেন, কুষ্টিয়ার শহর শিবির সভাপতি হাফেজ আবু ইউসুফ, জেলা সভাপতি জাহাঙ্গীর আলমসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস