ইলিশের প্রজনন মৌসুমকে কেন্দ্র করে সরকার কর্তৃক আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছধরার উপর নিষেধাজ্ঞা। এসময় মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাত করণসহ ক্রয় বিক্রয় সম্পুর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছধরা ট্রলার পটুয়াখালীর গলাচিপা, মহিপুর ও আলীপুরের শিববাড়িয়াসহ জেলার বিভিন্ন নদীতে মাছ ধরা ট্রলারগুলো ফিরে আসছে।
অবরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলাজুড়ে চলছে মাইকিং। গত কয়েকদিন ধরে জেলেদের জালে কাঙ্খিত মাছ ধরা পড়ায় তারা অনেকটা উচ্ছসিত থাকলেও এ অবরোধ তাদের উচ্ছাস ম্লান করেছে। তারা সরকার কর্তৃক প্রদেয় প্রনোদনা বাড়ানোর পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে সমুদ্রে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
কেকে/ এমএস