প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন পুলিশ ও আনসার সদস্যসহ ৫জন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে নয়টায় খুলনার রূপসা উপজেলার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা মিলন মন্দির থেকে দূর্গা প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্য আনসার বাহিনীসহ মন্দির কমিটির নেতৃবৃন্দরা রূপসা নদীর দিকে যাচ্ছিলেন। জাবুসা চৌরাস্তা এলাকায় পৌঁছালে আকষ্মিক ভাবে পিছন দিক থেকে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ধাক্কা দেয়। ঘটনাস্থলে রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল (৩৭) আনসার সদস্য তামিম হোসেন (২৫), গ্রাম পুলিশ ওদুদ (২৮) মন্দিরের পূজারী সুপ্রিয়া রায় (৪৫) এবং মলয় রায় (৪২) গুরুতর জখম হয়।
এদের মধ্যে আনসার সদস্য তামিমের অবস্থা গুরুতর। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, রাতে প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আমরা আটক করেছি।
কেকে/ এমএস