বোনের চল্লিশার জন্য মুরগী কিনতে যেয়ে সাতক্ষীরায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হক পল্লব (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহরের কোমরপুর নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
পল্লব সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর কাজীপাড়ার প্রয়াত আয়কর আইনজীবী শামছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত পল্লব তার বড় বোনের চল্লিশার জন্য কোমরপুরে মুরগী ব্যবসায়ীর খামার থেকে মুরগী কিনে ফেরার পথে সদর উপজেলার ধুলিহার কোমরপুর এলাকায় একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন।
ফারার সার্ভিসের দায়িত্বশীল পল্লবের বন্ধু জাকির হোসেন বলেন, ‘সদরের ধুলিহর কোমরপুরে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়। পথিমধ্যেই মারাত্মক আহত অবস্থায় পল্লবকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করে।’
এর মাসখানেক আগে তার বড় বোন ইন্তেকাল করেন। পরিবারের আরেক ভাই বর্তমানে যুক্তরাষ্ট্রে চাকরিরত আছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/ এমএ