রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মারের আসন্ন সেমিস্টার চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ক্লাসে উপস্থিতি ৪৫ শতাংশের নিচে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ডিসকলেজিয়েট হয়েছেন। ফলে নিয়ম অনুসারে তিনি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না।
বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার ছিল সেমিস্টার চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন। তবে প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় সালাউদ্দিন আম্মার রেজিস্ট্রেশন করতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের নিচে হলে তাকে ডিসকলেজিয়েট ঘোষণা করা হয় এবং তিনি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অযোগ্য বিবেচিত হন।
সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রার্থী ছিলেন। এছাড়া তিনি এক সময় একটি ছাত্র সংগঠনের সমন্বয়কের দায়িত্বও পালন করেন। পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে তিনি বিভাগে একটি লিখিত আবেদন করেছেন। বর্তমানে বিভাগ তার আবেদনটি বিবেচনায় রেখেছে।
এদিকে, ইসলামিক স্টাডিজ বিভাগের এ সেমিস্টারে সালাউদ্দিন আম্মার ছাড়াও আরও তিনজন শিক্ষার্থী একই কারণে ডিসকলেজিয়েট হয়েছেন। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতি, ক্লাসে নিয়মিত থাকা এবং একাডেমিক শৃঙ্খলার বিষয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
কেকে/ আরআই