বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলাধীর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।
মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বরের আবু হান্নান সরকারের পুত্র।
জানা যায়, ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে হোয়াইট পিক স্টেশন রিসোর্টে উঠেন সোহান ও শাকিল নামের ২ পর্যটক।
শাকিল বলেন, ‘দুপুর দেড়টার দিকে রিসোর্টের পাশে থাকা মাতামুহুরী নদীতে গোসল করার জন্য নামি। এ সময় হঠাৎ পানির স্রোতে মো. সোহান ডুবে যায়। আমি সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হই।’
রিসোর্ট মালিক মো. আজিম বলেন, ‘আজ সকালে অগ্রিম বুকিং ছাড়া আমাদের রিসোর্টে আসেন সোহান ও শাকিল। কিছুক্ষণ পরে তারা ঝর্ণায় ঘুরতে যান। দুপুরে নদীতে গোসল করতে গিয়ে সোহান নিখোজঁ হয়। আমরা জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেই।’
লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, ‘উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। চট্টগ্রাম থেকে ডুবরি দল রওয়ানা দিয়েছেন।’
কেকে/এমএ