প্রায় এক বছর বন্ধ থাকার পর নাটোরের বাগাতিপাড়ায় আবারও চালু হয়েছে এলাকার একমাত্র বিনোদন কেন্দ্র ইউএনও পার্ক।
বৃহস্পতিাবার (২ অক্টোবর) পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, পার্কটি আগে অংশীদারিত্বের জটিলতার কারণে বন্ধ হয়ে যায়। নতুন করে মের্সাস কবির ট্রেডার্স পার্কটি পরিচালনার দায়িত্ব নিয়েছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কবির হোসেন শিপলু জানিয়েছেন, পার্কটি সুন্দরভাবে পরিচালনার পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা পার্কটি আবার চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন পার্কটি বন্ধ থাকায় মানুষ ফিরে যেতে বাধ্য হতো। এখন পরিবার ও বন্ধুদের সঙ্গে আবার ঘুরতে আসতে পারবেন তারা।’
এতে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে আশা করছেন অনেকে।
মারুফ আফজাল রাজন বলেন, ‘সব শর্ত মেনে পার্ক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পার্কের আরও উন্নয়নের জন্য ভবিষ্যতে নানা পরিকল্পনা নেওয়া হবে।’
বলে রাখা ভাল, ২০১৬ সালে প্রায় চার বিঘা জমির ওপর তৎকালীন ইউএনও খন্দকার ফরহাদ আহমেদ ইউএনও পার্ক নির্মাণের কাজ শুরু করেন। ২০২১ সালে ইউএনও প্রিয়াংকা দেবী পাল অসম্পূর্ণ কাজ শেষ করেন এবং তৎকালীন এমপি পার্কটির উদ্বোধন করেন। জনপ্রিয়তা পেলেও পূর্ববর্তী পরিচালনাকারী আর্ট হকার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. পলাশ আহমেদ চুক্তির শর্ত না মানায় সাবেক ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা পার্কটি বন্ধ করে দেন।
কেকে/ এমএ