সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হলো প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে দেবী দুর্গার বিদায় জানানো হয়।
সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে আরতির মধ্য দিয়ে বিদায়ের সুর বেজে ওঠে। নারী ভক্তরা দুর্গাদেবীকে সিঁদুর দিয়ে প্রণাম জানানোর পাশাপাশি একে অপরকে সিঁদুর পরিয়ে বিজয়া দশমী উদযাপন করেন।
দুপুরে বান্দরবান রাজারমাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে আয়োজিত এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানীপাড়া এলাকার সাংগু নদীর ঘাটে গিয়ে শেষ হয়।
সেখানে দুর্গাদেবীর প্রতিমাসহ অন্যান্য প্রতিমাগুলোকে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে, মিষ্টিমুখ করে এবং পূজা-অর্চনার মাধ্যমে নদীতে বিসর্জন দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিমা বিসর্জনের মাধ্যমে বান্দরবানে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিসর্জনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়।
এবার বান্দরবান জেলার ৭টি উপজেলার মোট ৩২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা।
কেকে/ আরআই