শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা নেই উল্লেখ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া।
তিনি বলেন, অবৈধভাবে বালি কাটা, মাটি কাটা ও মাদক কারবারীদের জায়গা বিএনপিতে নাই। বিএনপি শান্তির দল, স্বচ্চতার ভিত্তিতে যারা রাজনীতি করেন তারাই দলের প্রকৃত নেতাকর্মী।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসন) নির্বাচনী এলাকা বি.এস ডাঙ্গীতে শারদীয় দুর্গাপূজার নবমীতে মণ্ডপ পরিদর্শনকালে কথাগুলো বলেছেন, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শাহাজাদা মিয়া।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ অনুযায়ী আমাদের কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার। এখানে কোন ভেদাভেদ নাই। আমরা সকলে শান্তি শৃঙ্খলাভাবে মিলেমিশে সমাজে বসবাস করছি।
শাহাজাদা মিয়া আরো বলেন, আমরা ১৭ বছর গনতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। মাঠ থেকে সরে যাইনি। আমি এই মাটির সন্তান। গত ৫দিন ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমার ৩ উপজেলার প্রতিটি মন্দিরে গিয়েছি। দুর্গাপূজায় একজন পাহারাদার হয়ে সনাতনী ভাইদের পাশে আছি, নেতা হিসেবে নয়।
তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতে সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে নির্বাচন বানচালের জন্য আমাদের মধ্যে অপশক্তি ঢুকে পড়েছে। এই অপশক্তিকে রুখে দিতে আপনাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে ঐক্যবদ্ধের বিকল্প নাই।
তিনি সবশেষে বলেন, আগামী নির্বাচনে খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। শ্লোগানের মাধ্যমে সকলের ভুলভ্রান্তি ভুলে গিয়ে সকল অপশক্তিকে কঠোরভাবে মোকাবেলা করার জন্য আহ্বান জানান।
কেকে/বি