নাটোরের বড়াইগ্রামে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ছাত্রদল নেতারা।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বনপাড়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বনপাড়া শহর ছাত্রদলের সদস্য সুজন খান।
তিনি অভিযোগ করেন, বনরূপা আবাসিক এলাকায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে স্থানীয় কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ইকবাল হোসেনসহ ৪ জন ছাত্রদল নেতাকর্মীকে আসামি করে গ্রেফতার দেখানো হয়েছে।
ছাত্রদল নেতারা দাবি করেন, ইকবাল হোসেনকে রাজনৈতিকভাবে হেয় করা এবং তার ক্যারিয়ার নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই মামলায় জড়ানো হয়েছে।
তারা জানান, গত ১৮ থেকে ২৬ আগস্ট পর্যন্ত তিনি ব্যবসায়িক কাজে সিলেটে অবস্থান করছিলেন। অথচ তাকে ২৩ আগস্টের ঘটনার আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ অবিচার।
বক্তারা বলেন, ইকবাল হোসেন একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
তারা আরও বলেন, সঠিক তদন্ত হলে তার নির্দোষিতা প্রমাণিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বনপাড়া কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন, যুবদল নেতা রাসেল আহম্মেদ, ইকবাল হোসেনের ছোট ভাই মাহবুব হোসেনসহ পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা অবিলম্বে ইকবাল হোসেনের মুক্তির দাবি জানান।
কেকে/বি