কক্সবাজারের উখিয়া উপজেলায় কারা নির্যাতিত জুলাই আন্দোলনের সৈনিক ও জাতীয়তাবাদী যুবদল নেতা মো. সোনা আলম প্রকাশ সোনা মিয়াকে মামলায় গ্রেফতার দেখানোকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ছমিরা আক্তার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মরিচ্যা বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছমিরা আক্তার বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ তার স্বামীকে ফাঁসিয়েছে। অথচ মামলার প্রকৃত আসামি একজন নারী মাদক ব্যবসায়ী হলেও ষড়যন্ত্র করে তার স্বামীকে জড়ানো হয়েছে।’
তিনি আরও দাবি করেন, তার স্বামী মরিচ্যা বাজারের একজন সৎ ব্যবসায়ী ও যুবদলের স্থানীয় নেতা। রাজনৈতিক প্রতিহিংসা ও একটি অসৎ চক্রের কারণে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে।
কয়েক মাস আগে এক চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিহিংসার জেরেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ছমিরা আক্তার।
সংবাদ সম্মেলনে ছমিরা আক্তার চার দাবি জানান- মামলার প্রত্যাহার, স্বামীর নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপপ্রচার বন্ধ।
তিনি হুঁশিয়ারি দেন, এসব দাবি বাস্তবায়ন না হলে মানববন্ধনসহ পরবর্তী কর্মসূচি ও আইনি প্রতিকার গ্রহণ করা হবে।
ছমিরা আক্তার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি তদন্তপূর্বক ন্যায়বিচারের দাবি জানান এবং সংবাদকর্মীদের প্রতি সঠিক তথ্য প্রচারের অনুরোধ করেন।
কেকে/ এমএ