মামা বাড়িতে পূজা দেখা হল না শিশু রাজের
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পানিতে ডুবে রাজ ঘোষ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজ ঘোষ সরাইল উপজেলার কালিগুচ্ছ গ্রামের অর্জুন ঘোষ ও মৌসুমি রানী ঘোষ দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে রাজ ঘোষ মামার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটিতে বেড়াতে আসে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে সুনীল মেম্বারের বাড়ির ঘাটে নদীতে গোসল করতে নামে রাজসহ চার শিশু। এ সময় ডুবে যাওয়ার আশঙ্কায় তারা চিৎকার করলে দুইজন মহিলা আনসার সদস্য নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তিন শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রাজ ঘোষকে আর উদ্ধার করা যায়নি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুপসদী মাহবুবুর রহমান হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাজ ঘোষকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের লাশ নিজ বাড়ি সরাইলের কালিগুচ্ছ গ্রামে নেওয়া হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, ‘এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কেকে/ এমএ