সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
পূজার ছুটিতে বান্দরবানে হোটেল ও রির্সোটে বুকিং হচ্ছে
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৩ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ১:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার র্দীর্ঘ ছুটিকে ঘিরে পাহাড়, মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বান্দরবানে পর্যটকরা বুকিং করছে হোটেল, মোটেল ও রির্সোট।

দীর্ঘদিন নানা কারণে বান্দরবানে পর্যটক কমে গেলেও এবার পূজার ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটক এর ঢল নামবে বলে প্রত্যাশা করছে পর্যটন ব্যবসায়ীরা, আর পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

শান্তি সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত বান্দরবান। যেখানে যে কোন পর্যটককে উচ্চ পাহাড়, ঝরর্ণা, মেঘ আর আকাশের সৌন্দর্য্য ও অবিরাম ছুটে চলা নদীর সৌন্দর্য্য বিমোহিত করে। সরকারি যে কোন বন্ধে তাই বান্দরবানের হোটেল, মোটেল আর পর্যটনকেন্দ্রগুলো ভরপুর হয়ে ওঠে দেশি বিদেশি পর্যটকদের পদচারণায়।

এদিকে এবারের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ ও ২ অক্টোবর পূজার ছুটি ও এরপরে শুক্র ও শনিবার সরকারি ছুটিকে ঘিরে ইতোমধ্যে বান্দরবানের হোটেল, মোটেল ও রির্সোটগুলোর ৯০ শতাংশ রুম অগ্রীম বুকিং করেছে পর্যটকরা, পূজা পরবর্তী আরো পর্যটক বান্দরবানে ভ্রমণে আসবে বলে প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের। 

বান্দরবানের আবাসিক হোটেল হিলভিউ এর ম্যানেজার মো.পারভেজ জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুরু থেকে বান্দরবানে প্রচুর পর্যটক আসতে শুরু করেছে এবং ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমাদের হোটোলের ৯০ শতাংশ রুম বুকিং রয়েছে। তিনি আরো জানান, বান্দরবান ভ্রমণে কোন অসুবিধা নেই, তাই বান্দরবানে বাড়ছে পর্যটক। 

বান্দরবানের আবাসিক হোটেল হিলটন এর ম্যানেজার মো.আক্কাচ আলী জানান, বান্দরবানে সারা বছরই পর্যটক এ ভরপুর থাকে। সরকারি ছুটি আসলে এর চাপ আরো বাড়ে। এবারের পূজাতেও আমাদের হোটেলে প্রায় ৮০ শতাংশ রুম বুকিং রয়েছে। পর্যটকদের নিয়মিত আনাগোনা থাকলে আমাদের ব্যবসা ভালো হবে বলে আশা করেন তিনি।

বান্দরবান আবাসিক হোটেল অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো.জসীম উদ্দিন জানান, পর্যটকদের ভ্রমণে আকৃষ্ট করতে বান্দরবান জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পাহাড়ের আনাচে কানাচে গড়ে উঠেছে অত্যাধুনিক হোটেল, মোটলে আর কটেজ, আর পর্যটকদের সার্বিক সহযোগিতার আশ্বাস পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এদিকে দীর্ঘদিন ধরে বান্দরবানের অপরুপ সৌন্দর্য্যময় পর্যটন এলাকা কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্রটি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার পর ১ অক্টোবর থেকে ফের পর্যটকদের ভ্রমণে উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর বান্দরবানে বাড়ছে পর্যটকদের ভীড়।

তিনি আরো জানান, বান্দরবান ভ্রমণে পর্যটকরা এখন অনেক নিরাপদ বোধ করছে আর যেহেতু সকল পর্যটনকেন্দ্র খোলা তাই পর্যটকরা সব পর্যটনকেন্দ্রে সহজেই ভ্রমণ করতে পারছে।

এদিকে পর্যটকরা যাতে অনায়াসে বান্দরবানে ঘুরতে পারে তার জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তারা। বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, পূজার ছুটিকে কেন্দ্র করে বান্দরবানে পর্যটকদের আগমন শুরু হয়েছে এবং তাদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।

কেকে/বি
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close