শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের সুফল মিলেছে। ভুলবশত অটোরিকশায় ফেলে আসা একটি ব্যাগ সিসিটিভি ফুটেজের সহায়তায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা থেকে নালিতাবাড়ী আসা এক যাত্রী গড়কান্দা এলাকা থেকে অটোরিকশা যোগে মানুপাড়া এলাকায় গিয়ে অসাবধানতাবশত অটোরিকশায় একটি ব্যাগ রেখে নেমে যান। পরে থানায় জানানোর পরপরই ব্যাগটি উদ্ধারে এগিয়ে আসেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তিনি নিজে নিরলসভাবে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অটোরিকশাটি শনাক্ত করেন এবং ব্যাগটি উদ্ধার করে মালিকের কাছে পৌঁছাতে সহযোগিতা করেন।
এদিকে, ব্যাগ উদ্ধারের ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, শহরের নিরাপত্তা জোরদার করতে স্থাপিত সিসিটিভি শুধু অপরাধ দমনেই নয়, নাগরিক জীবনের নানা সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিসিটিভি স্থাপন করায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, এ উদ্যোগে সাধারণ মানুষ আরও নিরাপত্তা ও আস্থার মধ্যে চলাফেরা করতে পারছেন।
সিসিটিভি ক্যামেরা কার্যকর হওয়ায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও জননিরাপত্তায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কেকে/বি