চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় যানজট ও সড়ক দখল মুক্ত করাসহ ৭ দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলাম এ স্মারকলিপি নেন।
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ভাটিয়ারী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. খোরশেদ আলম ও সদস্য সচিব মো. শামীম স্মারকলিপি তুলে দেন।
নব গঠিত নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সমন্বিত প্ল্যাটফর্ম নিসআ স্মারকলিপিতে যেসব দাবি তুলে ধরেন, সেগুলো হল ভাটিয়ারী টোবাকো এলাকায় অবস্থিত পোর্ট লিংকের যানজট নিরসন করা, ভাটিয়ারী বাস কাউন্টারের সামনে ধীরগতি যান চলাচলের কারণে সৃষ্ট যানজট নিরসন করা, উল্টোপথে সিএনজি ও অটোরিকশাসহ সব যানবাহন চলাচল বন্ধ করা, ভাটিয়ারীতে সড়কের উপর ভাসমান দোকান ও ফুটপাত দোকান উচ্ছেদসহ ফুটপাত দখলমুক্ত করা, ভাটিয়ারী এলাকায় রাস্তার পশ্চিম পাশে ডিভাইডার পুনঃস্থাপন করা,মাদাম বিবির হাট এলাকায় রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ ও রাস্তার আইলেনে অবৈধভাবে মালমাল রেখে ব্যবসায় বন্ধ করা, ভাটিয়ারীর কার-মাইক্রো স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নওশাদ জামান নুর, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক ইসমাম, যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন আসিফ, যুগ্ন সদস্য সচিব আসিফ শাহরিয়া, যুগ্ন সদস্য সচিব আশরাফ উদ্দিন রাব্বি, সদস্য মো. সাকিব, নাঈম উদ্দিন, সাদমান,জিতু শীল, আরাফাত হোসেন প্রমুখ।
কেকে/এমএ