জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি হাতিয়াবাসীর সঙ্গেই থাকব। শান্তিপ্রিয় এই জনপদকে অশান্ত করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ হাতিয়ার তিনবারের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে হাতিয়ার বয়ারচর জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত সতের বছর ধরে ভোটাধিকার পুনরুদ্ধারে লড়াই করছে দেশের মানুষ। সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে সবাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতিয়ার জনগণ সন্ত্রাসীদের লাল কার্ড দেখাবে।
ফজলুল আজিম বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, বন-জলদস্যু ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তোলা যাবে না।’
নিজেকে হাতিয়ার সন্তান হিসেবে গর্বিত দাবি করে ফজলুল আজিম বলেন, ‘দেশের উন্নয়ন কাজ এখনো অনেক বাকি। আধুনিক সুবিধাবঞ্চিত হাতিয়ারবাসীর ভাগ্য উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এর আগে রোববার ও সোমবার তিনি হাতিয়ার বিচ্ছিন্ন দুই ইউনিয়নে একাধিক পথসভা ও গণসংযোগ করেন।
সভায় ফজলুল আজিমের জ্যেষ্ঠপুত্র মোহাম্মদ ফারহান আজিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার মো. আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
কেকে/এজে