নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার ১১তম দফা ‘প্রশাসনিক সংস্কার কমিশন গঠন’ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বুকলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে তিনি ‘আগামীর অগ্রনায়ক’ শীর্ষক বুকলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বকুল বলেন, ‘রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে হলে প্রশাসনিক সংস্কার অপরিহার্য। দলীয়করণ ও দুর্নীতিতে জর্জরিত প্রশাসনকে নতুন কাঠামোয় না আনলে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্যই আমরা ৩১ দফার রূপরেখায় প্রশাসনিক সংস্কার কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব দিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াছিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দুলু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভুইয়া, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতা রাব্বি জুয়েল, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সানাউল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুবেল নিলয়, বৈদ্যের বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বি মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আশিকুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ জনি, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবু ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব ইকবাল, লিমানসহ আরো অনেকে।
কেকে/ এমএস