সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিলেট সুনামগঞ্জ সড়কের নবীনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছেন, সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। দুর্ঘটনায় নিহত চালক সজল ঘোষ (৫০) সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, শুক্রবার সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে ওই সিএনজি চালিত অটোরিকশা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলো। সকাল সাড়ে ৭টার দিকে শান্তিগঞ্জের পাগলা নবীননগর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে মুখোমুখি ধাক্কা দিলেই ঘনস্থালেই মারা যান চালক সজ ঘোষ ও যাত্রী কেশবা প্রিয়। আহত কিশোরী প্রথমাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে।
স্থানীয়রা ঘাতক ট্রাক চালককে আটক করে,পরবর্তিতে পুলিশে সোপর্দ করে।
নিহতের আত্মীয় গোবিন্দ কুমার দাশ জানান, নিহতরা ইস্কনের অনুসারি। তারা সুনামগঞ্জ ইস্কনের মন্দিরের অধীনে সেবায়েত হিসাবে সুনামগঞ্জে বসবাস করতেন। আজ সিলেট যাওয়ার কথা ছিলো তাদের।
তিনি ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
কেকে/বি