ঢাকের বাদ্যি আর উলুধ্বনিতে মুখর লালমনিরহাট। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই বছর উৎসবে যোগ হয়েছে এক ভিন্ন মাত্রা—বিদেশি অতিথিদের উপস্থিতি।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে শহরের ঐতিহ্যবাহী দেব বাড়ি মণ্ডপে পূজার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরি দূতাবাসের কনসাল ইভিলিন অলটিয়েন পোলানেক।
প্রদীপ প্রজ্জ্বলন করে তিনি যেন নতুন করে আলোকিত করে তুললেন পুরো মণ্ডপ। আলোকসজ্জা আর ভক্তদের উচ্ছ্বাসে মণ্ডপের পরিবেশ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেন প্রবাসী অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন এবং চট্টগ্রামে হাঙ্গেরি অ্যাম্বাসির কনসাল মোকলেসুর রহমান লেনিন।
দেব বাড়ি পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার দেব বলেন, ‘এই বছর মা দুর্গা হাতিতে চড়ে এসেছেন, যা আমাদের জন্য এক বিশেষ বার্তা। আমরা মায়ের কাছে প্রার্থনা করি, সারা পৃথিবীতে শান্তি ফিরে আসুক, সব ধরনের রেষারেষি দূর হোক এবং বাংলাদেশসহ পুরো বিশ্ব ফুলে-ফলে ভরে উঠুক।’
তিনি জানান, সীমান্তবর্তী এই জেলার উন্নয়ন ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে প্রতি বছরই বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।
পূজা মণ্ডপের সদস্য অনন্যা বলেন, ‘দুর্গাপূজা আমাদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মিলনমেলা। মায়ের কাছে একটাই প্রার্থনা, দেশের পরিবেশ যেন আরও সুন্দর হয়, আর সবাই যেন ভালো থাকে।’
প্রধান পুরোহিত শ্রী রণেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এবার মা এসেছেন হাতিতে, আর বিদায় নেবেন দোলায় চড়ে।
তিনি বলেন, ‘মা সব সময় শান্তি ও শুভকামনা নিয়ে আসেন। এই উৎসব সবার জন্য এক আনন্দময় মিলনমেলা, যা শান্তির বাংলাদেশ গড়তে সাহায্য করবে।’
এই দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি যেন ভালোবাসার ও সৌহার্দ্যের এক অসাধারণ দৃষ্টান্ত। ভিন্ন ভিন্ন দেশের অতিথিদের উপস্থিতি প্রমাণ করে, উৎসবের আনন্দ কোনো সীমানা মানে না।
কেকে/ এমএ